নিরাপদ সড়ক চাই (নিসচা)র ২৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ধামরাই উপজেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
স্বাধীনতার ৫০ বছরে সড়কে আমাদের আন্তরিকতার বিষয়টি কেন্দ্র করে নিসচা ধামরাই শাখার ভিন্ন রূপে নানা আয়োজনে মুখোরিত ভাবে পালিত হয়েছে প্রতিষ্ঠা বার্ষিকী।
এ আয়োজনকে কেন্দ্র করে জনসাধারণের চলাচলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দেওয়াল লিখনে সড়ক সচেতনতা মূলক বার্তা প্রচারণা করা হয়েছে। এছাড়াও নিসচা ধামরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু রিফাত জাহানের নেতৃত্বে র্যালি, পথসভা, গাড়িতে সচেতনতামূলক স্টিকার, সচেতনতা মূলক লিফলেট বিতরণ এবং সড়কে শৃঙ্খলায়নে ট্রাফিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
এ সময় নিসচার সহ সভাপতি ইমরান হোসেন বক্তব্যে বলেন, সড়কে শৃঙ্খলা ফেরাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে,সড়কে নিয়ম নীতিতে আন্তরিক হতে হবে। সাধারণ সম্পাদক আবু রিফাত জাহান বলেন, স্বাধীনতার ৫০ বছরেও আমরা সড়কে কতোটা আন্তরিক এমন প্রশ্ন থেকেই যায়। বর্তমান সরকার সড়ক নিরাপত্তায় আন্তরিক হলেও অদৃশ্য শক্তির কারনে বার বার বাধার মুখে পড়তে হচ্ছে সড়কে শৃঙ্খলায়নে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামরাই শাখার সহ-সাধারণ সম্পাদক আলম হাওলাদার,অর্থ বিষয়ক সম্পাদক আঃআলীম,দপ্তর সম্পাদক, মোঃওয়াহিদ মিয়া,প্রচার সম্পাদক রাজিউল হাসান পলাশ,দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক, মোঃ রাশেদুল ইসলাম,সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, মোঃনাঈম খান,যুব- সম্পাদক,মোঃশুকূর আলী,সদস্য,মোঃসুজন মোল্লা,জয়নাল আবেদীন,দেলোয়ার হোসেন,আব্দুস সালাম,মোঃসাইফুল ইসলাম প্রমূখ।
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন