ধামরাইয়ে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমিটির উদ্যোগে পৌর এলাকার ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকাদের সাথে সড়ক দুর্ঘটনা রোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ের মিটিং রুমে সচেতনতামুলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, নিরাপদ সড়ক চাই,ধামরাই উপজেলা শাখার উদ্যোগে মহাসড়ক বা আঞ্চলিক সড়কের পাশে যে সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে এমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা মুলক ক্যাম্পেইন কার্যক্রম পরিচালনা চলমান প্রক্রিয়া। তারই ধারাবাহিকতায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের মধ্যে সচেতনতা শুরু হউক এই বিষয়ে কার্যক্রম করে যাচ্ছে সংগঠনটি।
উক্ত সভায় নিসচা ধামরাই শাখার সহ-সভাপতি মোঃইমরান হোসেনের সঞ্চালনার মধ্যে দিয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব ফেরদৌসীর সভাপতিত্বে সড়ক দুর্ঘটনা রোধে শিক্ষকদের করণীয় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।
এ সভায় প্রধান আলোচকের বক্তব্যে নিসচা ধামরাই শাখার সভাপতি এম. নাহিদ মিয়া বলেন, মানবিক দেশ গড়তে হলে আগামী প্রজন্মকে মানবিক হতে হবে তাহলেই সোনার বাংলা সৃষ্টি হবে। আমরা নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের আগে সচেতন করছি কারন শিশুরা হচ্ছে নরম কাদামাটি, তাদের যেভাবে আমরা তৈরি করব তেমনি ভাবেই শিল্পের ছোয়ায় তারা তৈরি হবে তাই এখন থেকে যেভাবে তাদের শিক্ষা প্রদান করা হবে আগামীতে এই শিশুদের মধ্যেই দেখা যাবে সকল নিয়ম-নীতির বিষয়ে সঠিক জ্ঞান সৃষ্টি হয়েছে। সুতরাং সুন্দর, সচেতন, সুস্থ্য শিক্ষাই দিতে পারে সুন্দর-সুশৃঙ্খল বাংলাদেশ উপহার।
এসময় উপস্থিত ছিলেন,সহ-সভাপতি মনিরুল ইসলাম, অর্থসম্পাদক আব্দুল আলীম, দপ্তর সম্পাদক এম.ওয়াহিদ মিয়া, যুব সম্পাদক মোঃশুকুর আলী প্রমূখ।