ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হউক সবার”এই পতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই সংগঠনের ধামরাই উপজেলা শাখার উদ্যোগে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ০৬ অক্টোবর সকাল ১১ টায় ধামরাইয়ে আফাজ উদ্দিন স্কুল এন্ড কলেজে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচিতে নিসচা ধামরাই শাখার দপ্তর সম্পাদক আল ফাহাদ পরশ এর সঞ্চালনায় প্রায় ৩০০ শতাধীক শিক্ষার্থীদের মাঝে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো:রফিকুল ইসলাম এবং সড়কের ট্রাফিক আইন ও সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতামূলক বিভিন্ন বক্তব্য রাখেন প্রধান আলোচক সভাপতি এম.নাহিদ মিয়া।
জানা যায় , আসছে ২২ শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সারা মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্যোগ নিয়েছে সংগঠনটি। ইতিমধ্যে সপ্তাহব্যাপী ট্রাফিক কর্মসুচিসহ, শিক্ষার্থীদের মাঝে সড়ক নিরাপত্তা কর্মসূচি চলমান রয়েছে। এছাড়াও চালক প্রশিক্ষন, মসজিদের ইমাম প্রশিক্ষন,স্থানীয় থানা পুলিশ সহ হাইওয়ে পুলিশের সাথে মতবিনিময় সভা আয়োজন করা হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা।
এ সময় প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান আলোচক সংগঠনের সভাপতি এম.নাহিদ মিয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শিক্ষা শুধু সার্টিফিকেট অর্জন নয় শিক্ষার পাশা পাশি নৈতিকতা থাকতে হবে ,দেশের প্রচলিত আইন সম্পর্কে জ্ঞান থাকতে হবে সভ্য হতে হবে। দেশে সড়ক দুর্ঘটনায় প্রায় ১৬ শতাংশ মৃত্যুর তালিকায় শিক্ষার্থী রয়েছে। তাই শিক্ষার পাশা পাশি আমাদের মধ্যে সচেতনতার বিষয়টির সম্পর্কে শিক্ষা আহরণ করতে হবে। আমরা যারা সড়কে চলাচল করি অথবা তোমরা যারা ছাত্র-ছাত্রী রয়েছো প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব রয়েছে এগুলা যদি আমরা প্রতিনিয়ত সড়কে মেনে চলি তাহলে অধিকাংশ সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব।
সর্বপরি অনুষ্ঠানের সভাপতির বক্তব্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমান বলেন, বহুদিন থেকেই নিরাপদ সড়ক চাই(নিসচা)ধামরাই শাখার কর্মকাণ্ড গুলো দেখে যাচ্ছি খুবই অসাধারণ। তারা যেভাবে মানুষকে সচেতন করতে সোচ্চার তা সত্যি প্রশংসার দাবিদার।
পরবর্তীতে সকল শিক্ষার্থীদের মাঝে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় সম্পর্কে সচেতনতা মুলক লিফলেট বিতরন করা হয়।
উক্ত কাজে সার্বিক সহযোগিতা করেন নিসচা ধামরাই শাখার নেতৃবৃন্দ।