আলমগীর হোসেন,দাউদকান্দি: “আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্যে দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
শনিবার সকাল ১১ টায় দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই (নিসচা) ও দাউদকান্দি হাইওয়ে থানার যৌথ উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীতে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়ন এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আহমেদ রাজিউর রহমান, কুমিল্লার সিনিয়র সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মোঃ ফয়েজ ইকবাল, দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভূঞা পিপিএম, দাউদকান্দি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলম, গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ রাকিবুল ইসলাম, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডাঃ সামিন ইয়াছার, নিসচা দাউদকান্দি উপজেলা শাখার আহ্বায়ক লিটন সরকার বাদল, সদস্য সচিব আলমগীর হোসেন, নিসচা সদস্য বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত মতিন সৈকত, নিসচা’র পৃষ্ঠপোষক মোঃ কামাল উদ্দিন, দাউদকান্দি পৌর প্যানেল মেয়র মোঃ রকিব উদ্দিন, দাউদকান্দি প্রেস ক্লাব সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন হাজারী, সাংবাদিক মোঃ ওমর ফারুক মিয়াজী, সমাজ সেবক আলী আহমেদ মিয়াজী, শ্রমিক লীগ নেতা মোঃ আক্তার হোসেন, স্থানীয় ইউপি সদস্য মোঃ রকিব উদ্দিন প্রমূখ উপস্থিত ছিলেন।
সমাবেশ ও র্যালীতে নিসচা দাউদকান্দি শাখার সদস্য মোসাম্মৎ শেলিনা আকতার, মো: আলী আশরাফ খান, হোসাইন মোহাম্মদ দিদার, শ্যামল মিত্র রায়, মোঃ ইব্রাহিম সরকার রাসেল, মোহাম্মদ হানিফ খান, মোঃ আবুল হাসান ফারুক, মোঃ সাইফুল ইসলাম স্বপন, মোঃ জসিম উদ্দিন জয়, নারায়ণ বনিক, মোঃ ইব্রাহিম খলিল সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহণ করেন।