চট্টগ্রামে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৩০ টি মশারি বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ চট্টগ্রাম উত্তর জেলা শাখা। সোমবার (২১অক্টোবর) বিকালে চট্টগ্রামের রাউজান উপজেলায় এসব মশারি বিতরণ করা হয়। এ সময় সংগঠনের সদস্যরা ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বক্তব্য প্রদান করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা শাখার উপদেষ্টা বিকাশ দাশ গুপ্ত
বিকাশ বলেন, ‘ডেঙ্গুতে আতঙ্ক নয়, চাই সচেতনতা। ডেঙ্গু ভাইরাসজনিত একটি জ্বর। এডিস মশার কামড়ে ডেঙ্গু জ্বর ছড়ায়। এ জ্বর আপনা-আপনি সেরে যায়। তবে হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। তাই আতঙ্কিত না হয়ে প্রত্যেকে জনসচেতনতা বৃদ্ধি করলে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। যেখানে স্বচ্ছ পানি জমা থাকে সেখানে এডিস মশা বংশ বৃদ্ধি করে। যেমন ফুলের টব, ডাবের খোসা, এসির জমে থাকা পানি থেকে এডিস মশার জন্ম হয়। তাই আমাদের বাসাবাড়ির আশপাশে স্বচ্ছ পানি যাতে জমা না থাকে সে ব্যাপারে সচেতন থাকতে হবে।’
এতে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক জয় দাশ গুপ্ত।
ছিলেন কার্যকরি সদস্য শুভদাশ,তৌহিদুল ইসলাম তৌহিদ,সৌরভ দাশ, অন্তর দাশ,পার্থ প্রমূখ।