English

28 C
Dhaka
সোমবার, মার্চ ১০, ২০২৫
- Advertisement -

ডুমুরিয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে শোভাযাত্রা অনুষ্ঠিত

- Advertisements -
নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২০ উপলক্ষ্যে র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সড়ক ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জনসচেতনতা ম‚লক নানা কর্মস‚চির মধ্য দিয়ে এ বছর দেশে চতুর্থবারের মতো যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে। নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের পক্ষ থেকে মহানগর, জেলা ও উপজেলার পাশাপাশি কেন্দ্রীয়ভাবে নানা কর্মস‚চি গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসাবে খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই(নিসচা)উপজেলা শাখার নেতৃবৃন্দরা বিভিন্ন কর্মস‚চি গ্রহণ করেছে।
এ বছরের জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ এর ম‚ল প্রতিপাদ্য “মুজিব বর্ষের শপথ, সড়ক করবো নিরাপদ”। নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার আহ্বায়ক খান মহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব গাজী মাসুম এর সঞ্চালনায় ২২ অক্টোবর (বৃহস্পতিবার) বিকাল ৪টায় উপজেলা পরিষদ চত্বর হতে র‌্যালী বের করে ডুমুরিয়া বাজারস্থ বাসস্টন্ড চত্বরে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র‌্যালী ও সমাবেশ করা হয়েছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও নিরাপদ সড়ক চাই (নিসচা) ডুমুরিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা গাজী এজাজ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলার যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, খর্ণীয়া হাইওয়ে থানার ওসি রেজাউল করিম, আব্দুল হালিম মুন্না, দেবব্রত সরদার, সাব্বির খান ডালিম, সুজিত মল্লিক, গাজী নাসিম, মোক্তার হোসেন, সাব্বির খান বাপ্পি, খান মুজাহিদুল ইসলাম সেতু, নজরুল ইসলাম গোলদারসহ আরও অনেকে। পরে র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন করে শহরের বাসস্টান্ডে এসে শেষ হয়।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন