ধামরাই ঢাকা: ধামরাইয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে নিসচা’র উদ্যোগে সচেতনতা মুলক সভা ও দোয়ার আয়োজন করা হয়েছে।
১৫ আগস্ট সোমবার সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ আয়োজন শুরু করা হয়।
১৯৭১ সালের বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে যার অবদান সবচেয়ে বেশী তিনি হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭৫ সালে এই দিনে ধানমন্ডি ৩২ নাম্বার তার নিজ বাসভবনে নির্মমভাবে খুন হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের অনেক সদস্য। এই দিনকে কেন্দ্র করে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ঘোষণা হয়।
শোকদিবস কে কেন্দ্র করে নিরাপদ সড়ক চাই (নিসচা)ধামরাই উপজেলা শাখার উদ্যোগে ছিন্নমূল পথশিশুদের নিয়ে সচেতনতা মুলক সভা ও দোয়ার আয়োজনের মাধ্যমে শিশুদের খাবারের আয়োজন করা হয়। এ সভায়
কোর-আন তেলাওয়াতের মাধ্যেমে শুরু করে, শোক প্রস্তাবসহ আগামী সুন্দর বাংলাদেশ গড়তে শিশুদের মানবিক হতে, সকল নিয়ম কানুন মেনে চলতে হবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সভাপতি এম.নাহিদ মিয়া।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন,সহ-সভাপতি মোঃ ইমরান হোসেন,আবুল কালাম মিজানুর রহমান,সাধারণ সম্পাদক দেওয়ান নজরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মরতূজ আলী, অর্থ সম্পাদক আব্দুল আলীম,সড়ক দুর্ঘটনা ও গবেষণা বিষয়ক সম্পাদক রাশেদুল হাসান, যুব-বিষয়ক সম্পাদক, শুকুর আলী,কার্যকরী সদস্য আকাশ মিনা,শান্ত হোসেন প্রমূখ।