তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ ‘আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ সরকার নির্ধারিত এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উপলক্ষ্যে ও সড়ক আইন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি থেকে প্রেরণকৃত পোস্টার বড়লেখা উপজেলার বিভিন্ন স্থানে লাগানো হয়েছে।
জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে অক্টোবর মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার রাতে এ প্রচারণা চালানো হয়।
প্রচারণার অংশ হিসেবে ওই রাতে বড়লেখা উপজেলার পৌর শহর ও যানবাহনসহ বিভিন্নস্থানে পোস্টার লাগানো হয়।
এসময় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৩ উদযাপন কমিটির আহবায়ক ও নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের তত্ত্বাবধানে উপস্থিত ছিলেন নিসচার কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য ও বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, অর্থ সম্পাদক মারুফ হোসাইন সুমন, কার্যনির্বাহী সদস্য নিলু দেব নাথ, জুনেদ আহমদ, জাকারিয়া আহমদ,পারভেজ আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ।