দেশের এই ক্রান্তিলগ্নে সড়ককে নিরাপদ রাখতে যানজট নিরসনে টানা সড়ক শৃঙ্খলা কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়া জেলা শাখা।
শুক্রবার (৯ আগষ্ট) ছুটির দিনেও পতিদিনের ন্যায় শহরে আইনশৃঙ্খলা বাহিনী ও ট্রাফিক পুলিশ না থাকায় নিসচা শাখার কর্মিরা কাজ করে। পাশাপাশি এ কর্মসূচিতে রোভার স্কাউট গ্রুপসহ বিভিন্ন ছাত্র-ছাত্রীবৃন্দ অংশগ্রহন করে।
এসময় তারা যত্রতত্র গাড়ি পার্কিং থেকে বিরত রাখা, হেলমেট বিহীন মোটরসাইকেল চালকদের সতর্কতা বার্তা, দ্রুত গতি পরিহার করা, ফুটপাত দখলমুক্ত করে পথচারীদের সুযোগ করে দেওয়া ও সড়ক আইন মেনে গাড়ি চালনা করাসহ সড়ক শৃঙ্খলা রাখতে রাত পর্যন্ত ট্রাফিক ক্যাম্পেইন পরিচালনা করেন নিসচা নেতৃবৃন্দ।
উল্লেখ্য, দেশের এই ক্রান্তিলগ্নে নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশনায় দেশের প্রতিটি জেলা ও উপজেলায় নিসচার সকল শাখা সমূহ একযোগে কাজ করে যাচ্ছে।