English

24 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৬, ২০২৪
- Advertisement -

চাঁদপুরে নিসচার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

- Advertisements -

নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে চাঁদপুর জেলা কমিটি । বুধবার (১ ডিসেম্বর) চাঁদপুর সরকারি কলেজ গেট থেকে শোভাযাত্রা বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু চত্বরে আলোচনা সভায় মিলিত হন।

সংগঠনের সভাপতি এমএ লতিফের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার ইন্সপেক্টর অপারেশন মোঃ নুরুল আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমাদের দেশে নিরাপদ সড়কের দাবিতে ইলিয়াস কাঞ্চন নিরলস কাজ করে চলেছেন। তার এই আন্দোলনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ সড়ক আন্দোলন জাতীয়করণ করেছেন। এখন নিরাপদ সড়ক সকলের দাবি। তবে এ দাবি মুখে তুললেই হবে না। সড়কে চলাচলে আমাদের প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে । তিনি আরো বলেন, রাস্তায় চলাচলের ট্রাফিক আইন মেনে চলতে হবে। যাত্রী হিসেবে তাদেরও দায়িত্ব রয়েছে। সে দায়িত্ব মেনেই গাড়িতে ওঠা নামা করতে হবে।তাহলেই সড়ক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।

সভায় নিসচার জেলা সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন আহম্মেদ রাসেলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজ প্রতিনিধি উদ্ভিদ বিভাগের অধ্যাপক কামরুল হাছান, সংগঠনের জেলা সহ-সভাপতি মাওলানা মোঃ আবদুর রহমান গাজী, মোঃ শওকত করিম, সহ-সাধারণ সম্পাদক মুসাদ্দেক আল আকিব, দপ্তর সম্পাদক মামুন শনি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রকাশনা সম্পাদক এমএ খালেক।

শোভাযাত্রায় অংশ নেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম, অর্থ সম্পাদক সুজয় চৌধুরী লিটন, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম আকাশ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী শেখ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ফরহাদ আলম, যুব বিষয়ক সম্পাদক এম আই দিদার, সদস্য বাদশা ভূঁইয়া, আল-আমিন এতিমখানা কমপ্লেক্সের কোষাধক্ষ্য মোঃ শফিউল্লাহ মিয়া এবং চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা সহ চাঁদপুর শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য , ১৯৯৩ সালের ২২ অক্টোবর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের প্রিয়তমা স্ত্রী জাহানারা কাঞ্চন চট্টগ্রামে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হবার পর ঐবছরেই ১লা ডিসেম্বর চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন প্রতিষ্ঠা করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) নামে এই সামাজিক সংগঠন যার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন হয়েছে।

২৮ বছরের এ আন্দোলনে নিসচার পালকে অনেক অর্জন এসেছে। নিঃসন্দেহে এসব সাফল্য নিসচাকে অনুপ্রাণিত করে। তবে কোনো প্রাপ্তিতেই নিসচা থেমে থাকেনি। সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিসচা শুরু থেকে একটি সময়োপযোগী আইনের দাবি জানিয়ে আসছিলো। পাশাপাশি শুধু আইন করলে হবেনা সড়কে আইন মানতে মানুষকে সচেতন করার ওপর জোর দেয় নিসচা। এজন্য ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে ঘোষণার দাবি জানায়। তাদের লক্ষ্য ছিল, নিরাপদ সড়কের জন্য একটি দিবসকে যদি রাষ্ট্রীয়ভাবে পালন করা যায় তা হলে জনগণের মাঝে এ বিষয়ে একটি সচেতনতা তৈরি হবে। সরকার নিসচা দাবিকে সম্মান জানিয়ে ২০১৭ সাল থেকে দিবসটির জাতীয় স্বীকৃতি দিয়েছে এবং দিনটি যথাযোগ্য মর্যাদায় সরকারিভাবে পালিত হচ্ছে। নিসচা বিশ্বাস করে, এতে নিরাপদ সড়ক আন্দোলন আরও জোরালো হয়েছে। তবে নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ বাস্তবায়ন নিয়ে শঙ্কিত রয়েছে এবং এই আইনটি বাস্তবায়নে জোর দাবি জানিয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন