“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র্যালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে সদর উপজেলা পরিষদে এসে শেষ হয়। জেলা নিরাপদ সড়ক চাই সংগঠনও রেলিতে অংশ নেন। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসন ও বিআরটিএ রং উদ্যোগে দিবসটি উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিলন মাহমুদ,সদর উপজেলা চেয়ারম্যান মোঃ নাজিম দেওয়ান, প্রেসক্লাবের সভাপতি মাওঃ গিয়াস উদ্দিন মিলন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এ লতিফ। সভাপতিত্ব করেন,এ ডিএম এ এস এম মোসা।
এছাড়াও জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিআরটিএ ও অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ, মোটরযান মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় রাজনৈতিক প্রতিনিধিগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।