English

21 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪
- Advertisement -

চন্দ্রগঞ্জে নিসচা’র ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন: ছাগল বিতরণ

- Advertisements -

লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা শাখার উদ্যোগে ‘‘নিরাপদ সড়ক চাই’’এর ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ, আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। এছাড়াও ‘নিসচা’ চন্দ্রগঞ্জ থানা শাখার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনায় পঙ্গু দুজন অসহায় ব্যক্তিকে দুটি দুগ্ধজাতের ছাগল উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার (১ ডিসেম্বর) সকালে চন্দ্রগঞ্জ থানা শহরের আফজাল রোডের মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য র‌্যালি। এরপর পশ্চিম বাজার বাসস্ট্যান্ড মোড়ে সমাবেশ ও লিপলেট বিতরণ করা হয়। পরে চন্দ্রগঞ্জ প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেক কাটা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, নিসচা’ চন্দ্রগঞ্জ থানা শাখার সভাপতি মো. আলী হোসেন। পুরো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া। নিসচা’ চন্দ্রগঞ্জ থানা শাখার সাধারণ সম্পাদক মো. বাবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন- জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সভাপতি এম ছাবির আহম্মেদ, চরশাহী ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু, চন্দ্রগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল কুদ্দুছ। এছাড়াও উপস্থিত ছিলেন- হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক গৌতম মজুমদার, প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য এনামুল হক রতন, চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের চিকিৎসক ডা. মাকছুদুর রহমান ভূঁইয়া, সুজন-সুশাসনের জন্য নাগরিক চন্দ্রগঞ্জ থানা কমিটির সাধারণ সম্পাদক সমীর কর্মকার, চন্দ্রগঞ্জ থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোরশেদ আলম, চন্দ্রগঞ্জ থানা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মো. সাহাব উদ্দিন। এসময় নিসচা’ চন্দ্রগঞ্জ থানা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক সোহেল মাহমুদ মিলন, কোষাধ্যক্ষ তানভীর আহম্মদ রিমনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন