চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম উত্তর জেলা শাখার নেতৃবৃন্দ। সোমবার (৬ নভেম্বর) দুপুর ২টায় জেলা প্রশাসকের কার্যালয়ে নিসচা নেতৃবৃন্দ এ সৌজন্য সাক্ষাৎ ও মত বিনিময় করেন।
এ সময় আলোচনা করা হয় চট্টগ্রাম-রাঙ্গাঁমাটি-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলা বড়দিঘীর পাড় থেকে হাটহাজারী বাসস্ট্যান্ড পর্যন্ত যানজটের কারণ নিয়ে। নিসচা চট্টগ্রাম উত্তর জেলা শাখার আহ্বায়ক জয় দাশ গুপ্ত বলেন, রাস্তার উপর অবৈধ হাট বাজার, অবৈধ গাড়ী পার্কিং, ফুটপাত দখল করার কারণে যানজট সৃষ্টি হচ্ছে এতে যেকোনো সময় ভয়াবহ সড়ক দূর্ঘটনা ঘটতে পারে।
এসময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম উত্তর জেলা শাখার উপদেষ্টা বিকাশ দাশ গুপ্ত আহ্বায়ক জয় দাশ গুপ্ত, সদস্য সচিব মোঃ নিজাম উদ্দিন সিকদার,বিশিষ্ট্য ব্যবসায়ী জাহেদুল ইসলাম হেলাল, কার্যকরি সদস্য অন্তর দাশ, সাধারণ সদস্য জয়ন্ত দাশ গুপ্ত।
এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে জেলা প্রশাসককে ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৩ উপলক্ষে নিসচা’র প্রকাশিত স্মরণিকা উপহার দেওয়া হয়।