সাভার থেকে ইসমাইল হোসেনঃ ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ। আর এই আনন্দ পরিবার পরিজনদের সাথে ভাগাভাগি করে নিতে শহুরে বছরব্যাপী কর্মব্যস্ত মানুষগুলো দুই ঈদে গ্রামের বাড়িতে যায়। ফলে ঈদকে কেন্দ্র করে প্রতিবারই সড়ক মহাসড়কের উপর বাড়তি চাপ পরে।
ফিটনেসবিহীন গাড়ীর আধিক্য দেখা যায়। লাইসেন্স বিহীন আনাড়ি চালকের দেখা মিলে। যাদের কারোই নেই উপযুক্ত প্রশিক্ষণ, সড়কের আইন নিয়ম কানুন সম্পর্কেও তারা অজ্ঞ। যার ফলশ্রুতিতে সড়কে বিশৃঙ্খলা দেখা দেয়। আর এই বিশৃঙ্খলা রূপ নেয় দীর্ঘ যানজটে।
তাই এবারের কোরবানি ঈদে (ঈদ উল আযহা) নাড়ীর টানে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগ বিআরটিএ সংস্থাপন শাখার নোটিশ মোতাবেক জেলা প্রশাসকের তত্ত্বাবধানে নিরাপদ সড়ক চাই, বিআরটিএ, সওজ, হাইওয়ে পুলিশ,জেলা পুলিশ, এক্সকিউটিভ ম্যাজিস্ট্রেট, এনজিও, সড়ক পরিবহণ মালিক সমিতি, যাত্রী কল্যাণ সমিতির যৌথ উদ্যোগে সড়ক মহাসড়কে টহল বৃদ্ধির লক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সাভার থানা শাখার স্বেচ্ছাসেবী সড়কযোদ্ধারা ছিল মহাসড়কের সাভার অংশে।
নিসচা কর্মীদের একটাই লক্ষ, পথ যেন হয় নিরাপদ, পথ যেন হয় শান্তির।