English

26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

খুলনায় নগর পরিবহন চালুর দাবিতে নিসচা শাখার স্মারকলিপি

- Advertisements -

খুলনায় নগর পরিবহন চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখা ও আগুয়ান-৭১। গতকাল সোমবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়-খুলনা জনবহুল বিভাগীয় শহর হওয়া সত্তে¡ও এখানে নগ রপরিবহন (লোকাল বাস) নেই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে বছরের পর বছর নগর-পরিবহন চালু না থাকায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে স্বল্প আয়ের মানুষ, শিক্ষার্থী ও শ্রমজীবীরা। ইজিবাইক, মাহিন্দ্রা ও সিএনজি অটোরিকশায় যথেচ্ছা ভাড়া আদায়, বেপরোয়া চলাচলে দুর্ঘটনা, চালকদের অসদাচরণ, যানজটসহ নানা রকমের অত্যাচারে নাকাল নগরবাসী। জনস্বার্থে আগামী এক মাসের মধ্যে সরকারি উদ্যোগে খুলনা শহরে পর্যাপ্ত সংখ্যক দুইতলা বিশিষ্ট বিআরটিসি বাস চালু করার দাবি জানানো হয়।

প্রস্তাবিত নতুন রুট সমূহ : রূপসা টু ফুলতলা, রূপসা ব্রীজ-জিরো পয়েন্ট টু বিকেএসপি আটরা, ডুমুরিয়া-গল­ামারী-রেল স্টেশন, ফেরিঘাট-জোড়াগেট-পলিটেকনিক কলেজ-মহসীন কলেজ-পিপলস মিলস্-নতুন রাস্তা, শিববাড়ী-সোনাডাঙ্গা-বয়রা-নতুন রাস্তা, রূপসা ব্রীজ-লবণচরা-শিপইয়ার্ড-জজ কোর্ট।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন