English

22 C
Dhaka
বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫
- Advertisement -

কিশোরগঞ্জে জাতীয় সড়ক দিবসে র‌্যালী ও আলোচনা সভা

- Advertisements -
ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এ প্রতিপাদ্য স্লোগানে কিশোরগঞ্জে নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে রবিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় শহীদ সৈয়দ নজরল ইসলাম চত্বর থেকে  র‌্যালীটি বের হয়ে সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মহুয়া মমতাজের সভাপতিত্বে জেলা প্রশাসনের আয়োজনে সভায় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এম এ আফজল,অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো.শাহজাহান,সহকারী ,সহকারী কমিশনার রওশন কবির,সহকারী কমিশনার এস এম মেহেদি হাসান,জেলা মালিক পরিবহন সমিতির সভাপতি হেলাল উদ্দিন মানিক,জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম,নিরাপদ সড়ক চাই(নিসচা) কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি ফিরোজ উদ্দিন ভূঁইয়া, ক্যাব সভাপতি সাংবাদিক আলম সারোয়ার টিটু,শ্রমিক ইউনিয়নের সভাপতি কাইসার আহমেদ কাইয়ুম।
সহকারী কমিশনার আজিজা বেগমের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা মালিক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক আলমগীর মুরাদ রেজা,নিসচা’র সাধারণ সম্পাদক শফিক কবির,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম খোকন,অর্থ সম্পাদক সাংবাদিক ফারুকুজ্জামান, মহিলা সম্পাদক রুবি আক্তার প্রমুখ।
এসময় জেলা বিআরটিএ শাখার অফিস সহকারি,পরিবহন মালিক সমিতির নেতৃবৃন্দ ,নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিনিধি সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন