ইসমাইল হোসেন, সাভার থেকেঃ আর অল্প কিছু দিন পরেই ইসলাম ধর্মাবলম্বীদের বছরের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি ঈদ-উল-ফিতর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে স্বজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে অচিরেই কর্মব্যস্ত শহর ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে রওয়ানা দিবে অনেকে। তখন চাপ বাড়বে মহাসড়ক গুলোতে। দেখা দিবে যানজটের।
অন্যদিকে এই সুযোগ কে কাজে লাগাতে তৎপর হয়ে উঠবে একটি চক্র। আশংকা জনক হারে বেড়ে যাবে ছিনতাই।
আর তাই জনসাধারণের এই যাত্রা কে নির্বিঘ্ন করতে ঢাকা আরিচা মহাসড়কে সক্রিয় রয়েছে দেশের স্বনামধন্য মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার উপজেলা শাখার সড়কযোদ্ধাবৃন্দ।
গতকাল বাদ ইফতার আমিন বাজার আন্ডারপাস সংলগ্ন ঢাকা আরিচা মহাসড়কে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে নিসচা সাভার উপজেলা শাখার সড়কযোদ্ধাবৃন্দ। এসময় নিসচা সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক আশিফুল ইসলাম জনি, সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন টুটুল, দপ্তর সম্পাদক হুমায়ুন কবির খান, সড়ক দূর্ঘটনা ও গবেষণা সম্পাদক মোঃ হায়দার আলী, জাকির হোসেন জীবন সহ অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন।