তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ সড়ক আন্দোলনের বিশ্বের রোলমডেল জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের আজ ৬৮ তম জন্মদিন উপলক্ষে নিসচা বড়লেখা উপজেলা শাখার আয়োজনে তিন দিনব্যাপী জনহিতকর বিভিন্ন মানবিক কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) বেলা ২ টায় স্থানীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিসচা বড়লেখা শাখার সহ-সভাপতি আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বড়লেখা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও নিসচা উপদেষ্টা সুলতান আহমদ খলিল।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ও নিসচা পৃষ্টপোষক তপন চৌধুরী, লাইসিয়াম স্কুলের সহকারী শিক্ষিকা বিমলা দেবী, নিসচার সভাপতি সাংবাদিক তাহমীদ ইশাদ রিপন, সাংগঠনিক সম্পাদক মাস্টার খালেদ আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি।
এছাড়াও উপস্থিত ছিলেন দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক রমাকান্ত দাস, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য মো. জমির উদ্দিন, নিরঞ্জন দেবনাথ নিলু, অজিত রবিদাস, ছাদিকুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আজ জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের ৬৮’তম জন্মদিন। প্রতি বছর এই দিনে কোননা কোন ভালো মানবিক কাজ করে থাকে নিসচা। জন্মদিনকে কেন্দ্র করে সমাজের অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাড়ানোর চেষ্টা করে। এবার তারা তিন দিনব্যাপী জনহিতকর মানবিক কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেছে এবং আজ শীতবস্ত্র প্রদানের মাধ্যমে কর্মসূচি শুরু করেছে। প্রতি বছর কেক না কেটে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের জন্মবার্ষিকীতে তাদের এই মহতি উদ্যোগ প্রশংসার দাবি রাখে তাছাড়া নিসচা বড়লেখা উপজেলা শাখা প্রতিনিয়ত দেশের কল্যাণে সমাজের কল্যাণে কাজ করে আপামর জনসাধারণের হৃদয়ে স্থান করে নিয়েছে।
তিন দিনব্যাপী কর্মসূচির মধ্যে যা রয়েছে- শীতবস্ত্র বিতরণ, মাদ্রাসার হিফজ শিক্ষার্থীদের মাঝে কুরআন মাজীদ প্রদান ও দোয়া মাহফিল, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।
উল্লেখ্য, নিসচা চেয়ারম্যান জনতার নেতা গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে প্রতি বছর সপ্তাহব্যাপী ধারাবাহিকভাবে মানবিক কর্মসূচি গ্রহণ করে নিসচা বড়লেখা উপজেলা শাখা। তারই ধারাবাহিকতায় সুবিধাবঞ্চিত শ্রমিক পরিবারে বিশুদ্ধ সুপেয় পানি পান করার জন্য টিউবওয়েল স্থাপন, এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, স্বেচ্ছায় রক্তদান, হত-দরিদ্র পরিবারে মানবিক সহায়তা প্রদান, পরিবহন শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শীত উপহার প্রদান, বৃক্ষরোপণ অভিযান, কুরআন শরিফ বিতরণ ও দোয়া মাহফিল।