নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে আজ অসুস্থ্য পরিবহন শ্রমিকের পরিবারকে ১ মাসের বাজার ও নগদ অর্থ প্রদান করা হয়। সার্বিক সহযোগীতা করেন নিসচা বগুড়া জেলা শাখার সহ-সভাপতি মাহমুদ শরিফ মিটু।
ট্রাক চালাক জাইদুল রহমান গত ৩মাস ধরে অসুস্থ্য হয়ে বিছানায় পড়ে থাকায় তার পরিবারের দুরঅবস্থা দেখা দেয়। গতকাল নিসচার পক্ষ্য থেকে তার চিকিসার জন্য বগুড়া জেলা শাখা নগদ অর্থ প্রদান করে। আজ ২য় দফায় চালক জাইদুলের পরিবারকে ১মাসের বাজার করে দেয় নিসচা। সেই সাথে নগদ ৫হাজার টাকাও প্রদান করা হয় চালক এর স্ত্রীর হাতে। বাজার খরচের ভেতর রয়েছে, ১বস্তা চাল, ডাল, আলু, পিয়াজ, আদা, রসুন, মরিচ, লবন, তেল, মাছ, মুরগী,মশলাসহ অন্যান্ন খাবার।
অসুস্থ্য ট্রাক চালকের স্ত্রী নিসচার পক্ষ থেকে এমন সহযোগীতা পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তিনি নিরাপদ সড়ক চাই সংগঠনের চেয়ারমান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সহ বগুড়া জেলার সকল সদস্যদের জন্য দোয়া করেন। তিনি জানান, তার পরিবারের এই দুর্দিনে কেউ পাশে না দাড়ালেও নিরাপদ সড়ক চাই এর কর্মিরা দাড়িয়েছেন এবং সর্বক্ষনিক খোজ খবর নিচ্ছেন এটা তাদের কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। আজ ১মাসের বাজার পেয়ে অত্যন্ত আনন্দিত হয় ট্রাক চালকের পরিবার।