সা়ংবাদিকদের সফলতার মাপকাঠি হিসেবে ব্যবহার করা হয় ‘নির্ভীক’, ‘সাহসী’ ইত্যাদি শব্দগুলো। এর মানে কি সাংবাদিকরা দায়িত্ব পালন করতে গিয়ে মার খেলেও সবাই সেটা নির্ভীকতার মাপকাঠিতে মেনে নিবো?
অর্থাৎ সাংবাদিকরা ওরকম দু’চারটা মার খাবেই -এই কি আমাদের চিন্তা ভাবনা? সা়ংবাদিকদের উপর অত্যাচারের বিচার কী হবে? সাংবাদিকদের ওপর হামলাকারীদের শাস্তি না হলে এদেশে সঠিক কথা বলার একটা দরজা কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তাতে সবার ক্ষতি।
লেখকঃ অর্থনীতিবিদ।
লেখাটি ফেসবুক থেকে নেয়া।