সাত দিনের জন্য নাকি লকডাউন দেওয়া হবে, পত্রিকায় দেখলাম । মনে কিছু প্রশ্ন এসেছে।
– দরিদ্র দিনমজুর খেটে খাওয়া মানুষের জন্য খাদ্য সহায়তার কোনো প্রস্তুতি নেয়া হয়েছে?
– এই সময়ে বইমেলা কি চালু থাকবে?
– প্রণোদনার অর্থ যারা লোন নিয়েছেন তারা টাকা ফেরত দেয়ার সময়ে কি কোনো পরিবর্তন আসবে?
(কারণ লকডাউনে তাদের ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হবে)
– লকডাউন এর সময় বিভিন্ন পণ্যের অনলাইন ডেলিভারি কি চালু থাকবে?
– লকডাউন হলে বেড়াতে যাওয়া কিংবা গ্রামে চলে যাওয়া ঠেকানোর কোন প্রস্তুতি নেয়া হয়েছে?
– কৃষিপণ্য সঠিকভাবে সরবরাহের ব্যবস্থা কি নেয়া হয়েছে?
– আর সবচেয়ে বড় প্রশ্ন হল লকডাউন কার্যকর করার পর্যাপ্ত ব্যবস্থা কী নেয়া হয়েছে?
লকডাউন এর সাথে সাথে এইসব বিষয়ে সিদ্ধান্ত আসা জরুরী, নইলে গতবছরের অর্থনৈতিক ধীর গতির প্রভাবে দুর্বল অর্থনীতি বড় রকমের নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে।
লেখিকাঃ অর্থনীতিবিদ
লেখাটি ফেসবুক থেকে নেয়া।