দুর্ঘটনাজনিত অঙ্গহানি ও স্পটে মৃত্যু মেনে নিতে খুব কষ্ট হয়। দয়া করে আপনার নিজ সন্তানকে বাইকের চাবি সহজেই তুলে দেবেন না। নিতান্ত প্রয়োজনে বাইক চালাতে হলে পূর্ণ নিয়মমাফিক যেন সেটা তার নাগালে আসে, তা নিশ্চিত করুন।
প্রতিবার ঈদের সময় এরকম দুর্ঘটনা সম্পর্কে আমরা জানতে পাই। খুশির উৎসবে জীবনের এরূপ দুঃখজনক পরিসমাপ্তি মেনে নেয়ার মত নয়! চেইজ গেইম বাদ দিয়ে সুস্থ, সুন্দরভাবে আপনজনের কাছে নিরাপদে ছুটে যাক প্রতিটি প্রাণ!
ঈদের এই ছুটিতে বাড়ি যাবার পথে দয়া করে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন। আনন্দময় হোক সকলের যাত্রা।
(ফেসবুক থেকে সংগৃহীত)
লেখক : এডিসি, ক্যান্টনমেন্ট ও খিলক্ষেত, ডিএমপি।