স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি দত্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশের বিশেষ করে কিশোরগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে মৃণাল কান্তি দত্তের অবদান স্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মৃণাল কান্তি দত্ত (৭৭) গতকাল শুক্রবার (১৬ জুলাই) দিবাগত রাতে কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।