জাতির শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতা ‘বীরমাতা’ মালেকা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আজ এক শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, মালেকা বেগম-এর মৃত্যুতে দেশ এক রত্মগর্ভা মাকে হারালো। তাঁর প্রাণপ্রিয় সন্তান বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল মহান স্বাধীনতা যুদ্ধে জীবন উৎসর্গ করে আমাদের লাল-সবুজের পতাকা উপহার দিয়েছেন। বাঙালি জাতি এ বীরমাতার নিকট চিরকৃতজ্ঞ ও চিরঋণী।
উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতা মালেকা বেগম (৯৬) আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়নের মৌটুপি গ্রামের নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামালের মাতা ‘বীরমাতা’ মালেকা বেগমের মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন