বিশিষ্ট নাট্যাভিনেত্রী ও শহীদ বুূদ্ধিজীবী মুনীর চৌধুরী’র সহধর্মিণী, প্রয়াত মিশুক মুনীর এর মা লিলি চৌধুরী আজ সোমবার বিকাল ৫.৩০ মিনিটে তার বনানীর বাসভবনে শেষ নি:শাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজেউন)।
আগামীকাল সকাল ১০.৩০ মিনিট পর্যন্ত আত্মীয় স্বজনদের দেখার জন্য তাকে বনানীর বাসভবনে রাখা হবে। সকাল ১১.৩০ থেকে ১২.৩০ পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য। বাদ জোহর বনানী কবরস্থানে জানাজা এবং তার মা ও ছেলের কবরে চিরনিদ্রায় শায়িত করা হবে।
উল্লেখ্য, মরহুমা লিলি চৌধুরী নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা কানিজ ফাতেমা মঞ্জুলী কাজীর শাশুড়ী হন। লিলি চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনসহ কেন্দ্রীয় কমিটির মহাসচিব সৈয়দ এহসানুল হক কামাল, যুগ্ন মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসাইনসহ অন্যান্ন নেতৃবৃন্দ।শোকবার্তায় তাঁরা মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।