মুক্তিযুদ্ধের সংগঠক ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।
প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, আজীবন দেশ ও জাতির সেবায় নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল তাঁর কর্মের মাধ্যমে স্মরণীয় হয়ে থাকবেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডল আজ মঙ্গলবার বিকালে রংপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
কুড়িগ্রাম জেলা আ’লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মঞ্জুর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন