জাপান ভিত্তিক স্বেচ্ছাব্রতী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটনের মাতা বেগম আনোয়ারা সরকার আজ সকালে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
জানাগেছে, গতরাত ২ টার দিকে তার বুকের ব্যথা অনুভূত হয়েছিল। সকালে জ্ঞান থাকলেও অক্সিজেন স্যাচুরেশনের অবনতি ঘটলে বগুড়া নার্সিং হোমে নেয়া হয় সেখানে আরও অবস্থার অবনতি ঘটলে বগুড়া ডায়াবেটিক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জানান কার্ডিয়াক সমস্যা। অবস্থার আরও অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে ইসিজি করার পর কর্তব্যরত ডাক্তার সকাল সাড়ে আট টায় তাকে মৃত্যু ঘোষণা করেন। মৃত্যুকালে তারা বয়স হয়েছিল ৭০। তিনি স্বামী, তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
মরহুমা বেগম আনোয়ারা সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করে বার্তা দিয়েছেন প্রত্যাশা ২০২১ ফোরাম এর চেয়ারম্যান, সকালের আলো সম্পাদক এস এম আজাদ হোসেন। শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
এছাড়া শোক জানিয়েছেন তুরস্কে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত মসয়ূদ মান্নান, বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না, , সদস্য সচিব রুহি দাস, জাতীয় সামাজিক সংগঠন ভোরের আলো কল্যাণ সংস্থার চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন, নির্বাহী পরিচালক সোহেল আহমেদ খান, অদেখা বিশ্ব অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক মামুনুর রশিদ মামুন, নির্বাহী সম্পাদক লাবনী তালুকদার, বার্তা প্রধান আনিছুর রহমান লাডলা, পঞ্চগড় হিমালয় কন্যা থিয়েটারের প্রতিষ্ঠাতা সিজুল ইসলাম, সভাপতি ধনেশ চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক অনিল চন্দ্র শর্মা, প্রত্যাশা ২০২১ ফোরাম কালীগঞ্জ ইউনিটের সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বসির আহমেদ চন্দন, সাবেক সাধারণ সম্পাদক কিশোর কুমার কাজল, খেলাঘর কালীগঞ্জ উপজেলার আহ্ববায়ক উজ্জল কুমার অধিকারী, খেলাঘর সোনাতলা উপজেলা শাখার সভাপতি মহসিন আলী তাহা, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড পরিবারের পক্ষে ডেপুটি কান্ট্রি ডিরেক্টর আঞ্জুমান আকতার, ফাইন্যান্স ডিরেক্টর সৈয়দা ইয়াসমিন পান্না, পঞ্চগড় প্রত্যাশার সভাপতি সফিউল আলম টুটুল, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম আকাশ, ইয়ূথ এগেইনষ্ট হাঙ্গার বাংলাদেশ এর সভাপতি রাইসুল মিল্লাত সাফকাত, পঞ্চগড় বোদা কমিটির সভাপতি মোনালিসা আক্তার আইরিন, ঝিনাইদহ কালীগঞ্জ ইউনিটের সভাপতি রাব্বী খানা গভীর শোক প্রকাশ করেছেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড জাপান কেন্দ্রীয় অফিসের পক্ষ থেকেও শোক জানিয়েছেন।
মরহুমা আনোয়ারা সরকারের নামাজে জানাজা আজ বাদ আছর সেউজগাড়ী জামে মসজিদে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে নামাজগড় কবরস্থানে দাফন করা হয় বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।