দেশের ফোকসম্রাজ্ঞী মমতাজের মা উজালা বেগম আর নেই। আজ ৩০ সেপ্টেম্বর সকাল ১০টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বলে নিশ্চিত করেছেন মমতাজের পিএস মাহমুদুল হাসান জুয়েল।
মৃত্যুকালে উজালা বেগমের বয়স হয়েছিলো ৭৫ বছর।
অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন মমতাজের মা। চলতি বছরের এপ্রিলে মায়ের উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতেও নিয়ে গিয়েছিলেন ফোকসম্রাজ্ঞী। খানিকটা সুস্থ হয়ে দেশে ফিরে আসেন। তবে সম্প্রতি আবার অসুস্থ হয়ে পড়েন। চলছিলো চিকিৎসা। অবশেষে আজ তিনি না ফেরার দেশে পাড়ি জমালেন।
মমতাজের পিএস জুয়েল বলেন, আজ বাদ আসর নামাজ শেষে অনুষ্ঠিত হবে মরহুমার নামাজে জানাজা। এরপর গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জয়মন্টপে পারিবারিক কবরস্থানে স্বামী মধু বয়াতির পাশে চিরনিদ্রায় যাবেন উজালা বেগম।
মায়ের জন্য মমতাজ সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রসঙ্গত, মমতাজের বাবা বিখ্যাত বাউল শিল্পী মধু বয়াতী। তিনি দুটি বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রী ছিলেন উজালা। মমতাজসহ আরও দুই পুত্রের জন্ম দিয়েছেন উজালা বেগম।