নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাজি খোকন আজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাজী মোহাম্মদ অহিদুজ্জামান খোকন গতকাল হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনা সিটি মেডিকেলে ভর্তি হন। এরপর তার অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এরপর আজ তিনি ইন্তেকাল করেন।
নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাজি খোকন এর মৃত্যুতে নিসচা চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন ও পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।