নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এ কে আজাদ এর মাতা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ কে আজাদ এর মাতা সাহেরা খাতুন আজ বুধবার সকাল ৬:৩০মিনিট এ ইন্তেকাল করেন ।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭২ বছর বয়স। তিনি গত ৩ ফেব্রুয়ারি ব্রেইন স্ট্রোক করেন। এরপর ৫দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর আজ সকালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
শরিয়তপুর নড়িয়ার পাঠানবাড়ি মাদ্রাসায় বাদ আসর জানাযা শেষে, তাঁকে দাফন করা হবে জানিয়েছেন তাঁর পুত্র এ কে আজাদ ।
এ কে আজাদ এর মাতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এবং আল্লাহতায়ালা যেন মরহুমার পরিবার পরিজনকে শোক সহিবার তৌফিক দান করেন এই দোয়া করেন।
এছাড়াও নিরাপদ সড়ক চাই (নিসচা)’র মহাসচিব সৈয়দ এহসান-উল-হক কামাল, যুগ্ম মহাসচিব লিটন এরশাদ, নিসচা’র সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ হোসেন মরহুমার আত্মার মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেন।