জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ এর বোন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহী রাজিউন)। গতাকাল রাতে তিনি চিকিৎসারত অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। গত সপ্তাহে লিটন এরশাদ এর একমাত্র ছোটবোন ভোররাতে স্ট্রোক করেছিলেন এরপর তাকে আদ্ব দ্বীন হাসপাতালে আইসিইউতে রাখা হয়। সেখানেই তিনি গতকাল রাতে ইন্তেকাল করেন। মরহুমার জানাজা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে।
মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছেন নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, মহাসচিব এস এম আজাদসহ কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দরা।
এক বিবৃতিতে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তুপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে নিসচা।