নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট এপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি এস এম আবু তৈয়বের বড় ভাই দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি, সমাজসেবক, শিক্ষানুরাগী, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের সাবেক চেয়ারম্যান এস এম আবু মহসীন (৭০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৭ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।
গতকাল মঙ্গলবার (৮ অক্টোবর) বাদ জোহর জমিয়তুল ফালাহ মাঠে প্রথম জানাযা ও বাদ মাগরিব গ্রামের বাড়ি বোয়ালখালী উপজেলার ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে ২য় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।
তিনি মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলেসহ অনেক আত্মীয় ও গুণগ্রাহী রেখে গেছেন।
এস এম মহসীন চট্টগ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা এস এম মোজাহেরুল হক মোজাহের গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা। এনসিসি ব্যাংকের পরিচালনা পর্ষদের নির্বাহী কমিটির সাবেক চেয়ারম্যান মহসীন উদ্যোক্তা হিসেবে গড়েছেন মহসীন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড। তিনি সেন্ট্রাল হসপিটাল লিমিটেডের পরিচালক ছিলেন।
এছাড়া তিনি এলায়েন্স ডিপ সি ফিশিং লিমিটেড, জেএম শিপিং লাইনস, ফুড এন্ড একোমোডেশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান এবং ব্রাদার্স অক্সিজেন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
শিক্ষানুরাগী ও সমাজসেবী হিসেবে মহসীন অনেক সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন এবং ব্যক্তিগত জীবনে অজাতশত্রু, সদা হাস্যোজ্জ্বল মহসিন সবমহলে সকলের প্রিয়পাত্র ছিলেন।
নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি এস এম আবু তৈয়বের বড় ভাই সৈয়দ মুহাম্মদ আবু মহসিনের ইন্তেকালে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, ভাইস-চেয়ারম্যান লিটন এরশাদ, মহাসচিব এসএম আজাদ হোসেন, চট্টগ্রাম নগর সহ-সভাপতি চৌধুরী ফরিদ, লায়ন মোঃ হাকিম আলী ও সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব গভীর শোক প্রকাশ করেন।
এছাড়াও শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সভাপতি ডাঃ শাহাদাত হোসেন, সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী। সকলে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।