ঢাকা,১ অক্টোবর,শনিবার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সাবেক প্রেস সচিব, একুশে পদকপ্রাপ্ত দেশবরেণ্য বর্ষীয়ান সাংবাদিক, সাবেক প্রধান তথ্য কর্মকর্তা, প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশের সাবেক মহাপরিচালক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক, দৈনিক বাংলা এবং অনলাইন নিউজ পোর্টাল নিউজবাংলা টোয়েন্টিফোর এর সম্পাদক, জাতীয় প্রেস ক্লাবের আজীন সদস্য তোয়াব খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি ও উপ-মন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি।
আজ এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে দেশের সংবাদিকতার বিকাশে এবং মহান মুক্তিযু্দ্ধে তোয়াব খানের অবদান গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে শব্দসৈনিকের ভূমিকা রণাঙ্গণে আমাদের শুধু অনুপ্রেরণাই যোগায়নি আকর্ষণীয় উপস্থাপনায় ‘পিন্ডির প্রলাপ’ নামের অনুষ্ঠান মুক্তিযুদ্ধের ইতিহাসে অমর হয়ে থাকবে । তার বর্ণাঢ্য কর্মজীবন স্মরণ করে বলেন, তোয়াব খান তার কর্মের মধ্য দিয়ে বেঁচে থাকবেন যুগ-যুগ ধরে, মহাকাল। তার মৃত্যুতে যে শূণ্যতার সৃষ্টি হয়েছে তা পূরণ হবার নয়।
মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।