শফিক আহমেদ সাজীব: পটিয়া উপজেলাট দক্ষিণ পুর্ব আশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এবং আশিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আলহাজ্ব মোঃ সিরাজ মিয়া গতকাল (৫ এপ্রিল ২০২৩) বুধবার সন্ধ্যা সাতটার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…রাজেউন)। তিনি স্ট্রোকে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে শয্যাশয়ী ছিলেন।
সিরাজ মিয়ার পুত্র সেলিম মোস্তফা জানান, আজ বৃহস্পতিবার সকাল ১১টায় পশ্চিম বাথুয়া বায়তুল আমান জামে মসজিদ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
মোঃ সিরাজ মিয়ার মৃত্যুতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।