নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট জেলার সাবেক সভাপতি নজরুল ইসলামের মাতা মঙ্গলবার(১৮)আগস্ট বিকাল ৫টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মরহুমার নামাজে জানাজা আজ বুধবার বাদ যোহর শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। নজরুল ইসলামের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও আজীবন সদস্য জহিরুল ইসলাম মিশু, সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম. ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেল, জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন খান। নেতৃবৃন্দ মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।