সোমবার (১১জুলাই) দিবাগত রাত দেড়টায় কক্সবাজার সদর হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষিয়ান নারী নেত্রী খোরশেদ আরা হক (৮৫) (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
কক্সবাজারের সংরক্ষিত নারী আসনের জাতীয় পার্টির সাবেক এমপি, জনপ্রশাসন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য; নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা কমিটির উপদেষ্টা বর্ষিয়ান নারী নেত্রী খোরশেদ আরা হক মৃত্যূতে গভীর শোক প্রকাশ করেছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) কক্সবাজার জেলা শাখার পক্ষে সভাপতি মো: জসিম উদ্দীন কিশোর।
এক শোক বার্তায় তিনি সংঘঠনের পক্ষ হয়ে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তাঁর শোক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
উল্লেখ্য, তিনি দীর্ঘদিন ধরে নিরাপদ সড়ক চাই( নিসচা) কক্সবাজার জেলা কমিঠির উপদেষ্টা হিসাবে দ্বায়িত্ব পালন করে আসছিলেন।