English

23 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
- Advertisement -

স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে প্রশ্ন তুললেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন

- Advertisements -

প্রতিনিধি, সাভার: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

মঙ্গলবার দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে নিরাপদ সড়ক চাই সাভার শাখার আয়োজনে, সড়কে নৈরাজ্য, যানজট নিরসন ও দুর্ঘটনা রোধকল্পে সুধী ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, যেভাবে দেশে খুন, ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি ও ধর্ষণের ঘটনা বেড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, এতে করে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্যর্থ প্রমাণিত হয়েছে। অন্তবর্তী কালীন সরকারের ৬ মাস অতিবাহিত হলেও প্রকৃত অর্থে সেরকম আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে উপদেষ্টা তার যোগ্যতা প্রমাণ করতে পারেনি। তারপরেও তিনি দায়িত্ব ছেড়ে দিচ্ছেন না। তাই আমি মনে করি তার দক্ষতা দেখাতে পারছেন না এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চরম পর্যায়ে চলে গিয়েছে।

তিনি বলেন, এই জায়গা থেকে উত্তরণ হতে গেলে বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার স্থলে একজন শক্তিশালী একজন মানুষ উপদেষ্টা হিসেবে আসা দরকার।

এ সময় তিনি আরো বলেন, অবিলম্বে পদত্যাগ করা উচিত স্বরাষ্ট্র উপদেষ্টার।

প্রধান উপদেষ্টার প্রতি তিনি আহ্বান জানান, অনতিবলম্বে স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরিয়ে একজন যোগ্য মানুষকে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া হোক।

এসময় ইলিয়াস কাঞ্চন সারা দেশে সড়ক দূর্ঘটনা রোধে এবং নিরাপদ সড়ক গড়ে তুলতে চালকদের আরও সর্তক হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর কবির, নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক যুব বিষয়ক সম্পাদক নাহিদ মিয়া, সাভার উপজেলা নিরাপদ সড়ক চাই-এর সভাপতি ইসমাইল হোসেনসহ আরো অনেকে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন