English

19 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
- Advertisement -

সাতক্ষীরায় নিরাপদ সড়ক চাই এর সুধী সমাবেশ অনুষ্ঠিত

- Advertisements -

১১ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি. মঙ্গলবার, “নিরাপদ সড়ক চাই” সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে বিকাল ৩টায় সাতক্ষীরা কামালনগর তুফান কনভেনশন সেন্টার এন্ড লেক ভিউ রিসোর্ট সূধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব ডাঃ মোঃ আবুল কালাম বাবলা এর সভাপতিত্বে সাতক্ষীরা নিরাপদ সড়ক চাই শাখার সহ-সভাপতি অধ্যাপক নূর মোহাম্মদ পাড় ও সাতক্ষীরা সাংবাদিক ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ তৌফিকুজ্জামান লিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোস্তাক আহমেদ, জেলা প্রশাসক সাতক্ষীরা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, পুলিশ সুপার সাতক্ষীরা।

সমাবেশে প্রধান অতিথি নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বক্তব্য প্রদানকালে বলেন, স্বজন হারানোর ব্যথা যে কী নিদারুণ কষ্টের, তা আমি বেশ উপলব্ধি করতে পারি। আমার স্ত্রী মারা যাবার সময় আমার দুটো সন্তান ছিলো ছোট্ট শিশু। ছোট্ট শিশু সন্তানগুলো মাকে হারিয়ে কতটা যন্ত্রণা কষ্ট সহ্য করেছে তা আমি জানি। তাই আমি ৩২ বছর ধরে আপনাদের জন্য কাজ করে চলেছি। আমার মতো কষ্ট যেন আর কেউ না পায়। সড়ক দুর্ঘটনায় আর যেন কেউ স্বজন হারা না হয় একারণে আমার এই লড়াই। আপনারা আমাকে ভালোবেসে ইলিয়াস কাঞ্চন বানিয়েছেন আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমিও আপনাদের ভালোবাসি বলেই শুধু মাত্র আপনাদের জন্য দীর্ঘ ৩২বছর ধরে সারা দেশে প্রতিটি জেলা উপজেলা শহর থেকে গ্রাম বিভিন্ন প্রান্তে ছুটে চলেছি। আপনাদের সচেতন করার উদ্দেশ্যে। আমি বিশ্বাস করি আপনারা আমাকে ভালোবাসেন আমি আপনাদের যে কথাগুলো মেনে চলার অনুরোধ জানাব তা আপনারা মেনে চলবেন। এজন্যই আমি নিজে আপনাদের কাছে ছুটে আসি। আমার মুখের কথাগুলো যেন আপনারা মেনে চলেন একারণে।

সামগ্রিকভাবে সাতক্ষীরাবাসী সমাবেশে তাদের বক্তব্যে ইলিয়াস কাঞ্চনকে ইতিহাসের একটি পার্ট, একটি অধ্যায়ের সূচনাকারী হিসেবে চিহ্নিত করেছেন এবং তারা চলচ্চিত্রের থেকে বাস্তবের মহানায়ক হিসেবে তাকে আখ্যা দিয়েছেন।

সাতক্ষীরাবাসী ইলিয়াস কাঞ্চনের কাজকে মূল্যায়ন করে এভাবে বলতে চেয়েছেন যে, ইলিয়াস কাঞ্চন একটি মৃত্যুর মদ্ধদিয়ে যে আন্দোলন গড়ে তুলেছেন সেটি এদেশের সামগ্রিক কল্যাণের জন্য । এখানে ইলিয়াস কাঞ্চনের কোন ব্যক্তি স্বার্থ ছিলোনা সম্পূর্ণটাই দেশ ও মানুষের কল্যাণের জন্য। সমাবেশে সাতক্ষীরাবাসী ইলিয়াস কাঞ্চনকে আশ্বাস প্রদান করেন, তারা ইলিয়াস কাঞ্চনের আহবান সাদরে গ্রহন করে আজ থেকে দল মত নির্বিশেষে সকলে একসাথে কাজ করবেন এবং নিরাপদ সড়ক বাস্তবায়নে সকলে যথাযথ ভূমিকা রাখবেন।

বিশেষ অতিথিবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন, জনাব লিটন এরশাদ ভাইস চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই। জনাব এস এম আজাদ হোসেন মহাসচিব, নিরাপদ সড়ক চাই। জনাব মোঃ রহমতউল্লাহ পলাশ আহ্বায়ক, বিএনপি সাতক্ষীরা জেলা শাখা। জনাব ডা. মোঃ আব্দুস সালাম সিভিল সার্জন, সাতক্ষীরা। জনাব মোঃ কামরুল ইসলাম ফারুক সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাতক্ষীরা জেলা বিএনপি। জনাব এ্যাড. এম. শাহ্ আলম সভাপতি, জেলা আইনজীবী সমিতি, সাতক্ষীরা। জনাব মোঃ তাসকিন আহমেদ চিশতি সাবেক মেয়র, সাতক্ষীরা পৌরসভা। জনাব কে. এম মাহাবুব কবীর সহকারী পরিচালক (ইঞ্জিঃ), বিআরটিএ, সাতক্ষীরা সার্কেল। জনাব শেখ আব্দুস সোবহান (খোকন) সভাপতি, সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতি। জনাব ডা. আফতাবুজ্জামান সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী। জনাব উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল জেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, সাতক্ষীরা। জনাব এ্যাড. আব্দুস সাত্তার পিপি, জজ কোর্ট, সাতক্ষীরা। জনাব মোঃ আবু হাসান সভাপতি, ভোমরা সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন। অধ্যাপক মোজাম্মেল হোসেন সাবেক সাধারণ সম্পাদক, দূর্নীতি প্রতিরোধ কমিটি, সাতক্ষীরা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন