English

24 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪
- Advertisement -

রাজধানীর কাকরাইলে যানজট নিরসনে রাস্তায় ইলিয়াস কাঞ্চন

- Advertisements -

আজ ৭ নভেম্বর বৃহস্পতিবার কাকরাইল মোড়ে ট্রাফিক ক্যম্পেইন পরিচালনা হয়। ক্যম্পেইন চলাকালে নিরাপদ সড়ক চাই’এর (নিসচা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন রাস্তায় দাঁড়িয়ে মানুষকে সচেতন করতে ডান-বাম লেন দেখিয়ে দিক-নির্দেশনা দেন।

Advertisements

এ সময় সড়কে উল্টো পথে চলা যানবাহনের চালকদের বুঝিয়ে সোজা পথে ফিরিয়ে দিতেও দেখা যায় তাকে। একাজে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এর সঙ্গে ছিলেন নিসচার একদল স্বেচ্ছাসেবক ও বিআরটিএর কর্মকর্তাদের। সকলে মিলে কয়েক ঘন্টাব্যাপী তারা রাস্তায় চলাফেরার নিয়ম-নীতি মেনে চলার অনুরোধ করেন পথচারীদের।

সড়ক দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর পর ১৯৯৩ সালের ১ ডিসেম্বর থেকে নিরাপদ সড়কের দাবিতে সামাজিক আন্দোলন করে যাচ্ছেন এই অভিনেতা। গড়ে তুলেছেন নিরাপদ সড়ক চাই নামের সংগঠনটি।

Advertisements

এই কাজের স্বীকৃতিস্বরূপ ২০১৭ সালে দেশের দ্বিতীয় সর্বোচ্চ স্বীকৃতি ‘একুশে পদক’ও পান ইলিয়াস কাঞ্চন। একই বছরে নিরাপদ সড়ক চাই আন্দোলনের দীর্ঘদিনের একটি দাবি ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস সরকারিভাবে ঘোষনা হয়। এরই ধারাবাহিকতায় এবছর ৮ম বারের মতো পালিত হয় জাতীয় নিরাপদ সড়ক দিবস।

ক্যাম্পেইনে অংশগ্রহন করেন নিসচা কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, বেলায়েত হোসেন খান নান্টু, মহাসচিব এস এম আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক কাইয়ূম খান, প্রকাশনা সম্পাদক আব্দুর রাজ্জাক, কার্যকরী সদস্য শফিকুর ইসলাম, আবুল কালাম আজাদ, কামরুজ্জামান, আব্দুল মান্নান ফিরোজ, নজরুল ইসলাম ফয়সাল এবং ধামরাই উপজেলা, মোহাম্মদপুর উপজেলা, ধামসোনা ইউনিয়ন, ধামরাই পৌর, উত্তরা শাখার নেতৃবৃন্দরা। এছাড়াও বিআরটিএ, বিএলসিসি, ব্যাক এর প্রতিনিধি অংশগ্রহন করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

উধাও তাজমহল!

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন