English

22 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

মানুষ হিসাবে যে কাজ আপনি পারবেন সেই কাজ আল্লাহ করে দিবেন না: ইলিয়াস কাঞ্চন

- Advertisements -

মানুষ হিসাবে যে কাজ আপনি পারবেন সেই কাজ আল্লাহ করে দিবেন না ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাতকারে এমন মন্তব্য করেন।
১৯ নভেম্বর চেঞ্জ টিভি নামে একটি ইউটিউব চ্যানেল ইলিয়াস কাঞ্চনের সাক্ষাতকার নেন। সেই সাক্ষাতকারের একটি অংশে কথা প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, মানুষ যদি হাদিস কোরআর পড়েন এবং তা নিয়ে গবেষণা করেন তাহলে তিনি বুঝতে পারবেন আসলে মানুষের কি করনীয়।
একটা কথা মনে রাখবেন, মানুষ হিসাবে যে কাজ আপনি পারবেন সেই কাজ আল্লাহ করে দিবেন না। কারন আপনাকে তাহলে বানিয়েছে কেন?
তিনি আরো বলেন, এই যে আমরা দোয়া করি হে আল্লাহ ইহুদিদের হাত ভেঙে দাও, পা ভেঙে দাও এটা তো  আপনি বলতে পারেন না। আপনাকে বলা হইছে জিহাদ করার জন্য, জিহাদের হুকুম আসছে আপনার জন্য, আপনিই করবেন।
ইলিয়াস কাঞ্চন বলেন, যেখানে অন্যায় আছে, সেখানে আপনার প্রতিবাদ করতে হবে। আল্লাহকে বলতে হবে হে আল্লাহ আমি আপনার হুকুম অনুযায়ী প্রতিবাদ করছি আপনি আমাকে সাহায্য করুন।
আল্লাহ করে দিবেন আর আপনি বসে থাকবেন, এটা তো ঠিক না, এই ধরনের কথা বলাও যায়েয নাই।
ইউটিউব চ্যানেলটির সাক্ষাতকারে ইলিয়াস কাঞ্চেকে ফ্রান্স, তুরস্ক, ট্রাম্প ও ইহুদিদের নিয়ে নানা প্রশ্ন করা হয় এবং এসব নিয়ে আরো অনেক কথা তিনি বলেন। । ভিডিওটি দেখতে নিচের লিংকে ক্লিক করুন।

1 মন্তব্য

Notify of
guest
1 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
trackback
মানুষ হিসাবে যে কাজ আপনি পারবেন সেই কাজ আল্লাহ করে দিবেন না: ইলিয়াস কাঞ্চন – Nirapad Sarak Chai
4 years ago

[…] Leave a Comment / Posts / By Events […]

Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন