English

21 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

পঞ্চগড়ে শীতার্তদের মাঝে ইলিয়াস কাঞ্চনের উপহার শীতবস্ত্র বিতরণ

- Advertisements -

ঘন কুয়াশার চাদরে ঢাকা উত্তরের জেলা পঞ্চগড়। সম্প্রতিকালে সর্বনিম্ন তাপমাত্রা দেখা গেছে সেখানে ৮ ডিগ্রি সেলসিয়াস। হিমালয় থেকে আসা কনকনে হিমেল হাওয়ায় নিদারুণ কষ্টে জীবনযাপন করছে সেখানকার নিম্ন আয়ের মানুষগুলো।

এমন পরিস্থিতিতে এই পঞ্চগড়বাসীর পাশে শীতের উপহার নিয়ে পাশে দাড়ালেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির আয়োজনে ও অর্থায়নে ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে প্রায় ২শতাধিক মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠান বাস্তবায়নে ছিলো নিসচা বগুড়া জেলা কমিটি।


মেবিক স্কুল এন্ড কলেজ চত্বরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ লাবিব সরকারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণকালে সেখানে সড়ক নিরাপত্তামূলক একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মেহেদী হাসান খান বাবলা, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে নিসচা কেন্দ্রীয় কার্যালয় থেকে নিরাপদ সড়ক চাই কর্মিদের সাথে কর্মসূচি বাস্তবায়নে নানা কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদানসহ সকল বিষয়ে মনিটরিং করেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। এবং পঞ্চগড় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান খান বাবলা এসকল কর্মকান্ড বাস্তবায়নে সর্বাত্মক সহযোগীতা করেন।

পঞ্চগড় জেলার শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক শহিদুল ইসলাম শহীদ, সাংবাদিক Prescription টুটুল, সাংবাদিক সোহাগ রায়দার, সাংবাদিক রাজু রহমান, সাংবাদিক আতাউর রহমান, নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার অর্থসম্পাদক জাহিদুল ইসলাম, সদস্য আব্দুল গফুর ও তারাজুল ইসলাম সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে তিনি রাজধানী ঢাকায় শীত বস্ত্র বিতরণ করেন পাশাপাশি তার সংগঠন নিরাপদ সড়ক চাই এর আয়োজনে দেশের বিভিন্ন জেলা উপজেলায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।  তারই ধারাবাহিকতায় আজ পঞ্চগড় শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন