আজ বৃহস্প্রতিবার নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির মাসিক মিটিং অনুষ্ঠিত হয়। মিটিং শেষে নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান ও মহাসচিব সৈয়দ এহসান-উল হক কামালকে স্মরণে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। গত বছর এর ৬ জুন, ২০২৩ এ তিনি ইন্তেকাল করেন। চলতি বছরের ৬ তারিখ ছিলো সৈয়দ এ হসান-উল হক কামাল এর প্রথম মৃত্যুবার্ষিকী।
নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন দেশের বাইরে অবস্থান করার কারণে, তিনি দেশে ফেরার পর আজ এই বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে নিসচা। এসময় সৈয়দ এহসানুল হক কামাল এর আত্নার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত বছরের ৬ তারিখ নিরাপদ সড়ক চাই এর কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান সৈয়দ এহসান-উল হক কামাল ভোর ৬টায় ইন্তেকাল করেন। সিলেটে নিসচার একটি চালক প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয় সেখানে নিসচার কর্মসূচি বাস্তবায়ন শেষে সিলেট থেকে ঢাকায় ফিরে নিজ বাসার সামনে গাড়ি থেকে নেমে তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন। এসময় তার সাথে থাকা নিসচার সফর সঙ্গীরা সঙ্গে সঙ্গে তাকে রাজধানীর মুগদা হসপিটালে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক জানান সৈয়দ এহসান-উল হক কামাল মৃত্য বরন করেছেন।
মৃত্যুর পর সৈয়দ এহসান-উল হক কামালকে তার দেশের বাড়ি পাবনাতে দাফন করা হয়। দাফন কালে সেখানে উপস্থিত ছিলেন নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নিসচার বিভিন্ন জেলা/উপজেলা শাখার কর্মিগণ।