নিরাপদ সড়ক চাই’র অনুষ্ঠানে যোগ দিতে চট্টগ্রামে আসছেন ইলিয়াস কাঞ্চন। আজ রাতে তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন। তার সফর সঙ্গী হিসেবে থাকবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপনে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় ও শাখাসমূহের মাসব্যাপী এবং চট্টগ্রাম মহানগর কমিটি ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সহযোগীতায় তিন মাসব্যাপী পালিত কর্মসূচির সমাপ্তি উপলক্ষে সোমবার (৩১ অক্টোবর) বিকাল ৩ টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
এর আগে সড়ক দুর্ঘটনারোধে আগামী প্রজন্মকে সচেতন করতে নিরাপদ সড়ক চাই (নিসচা) চট্টগ্রাম মহানগর কমিটি ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সহযোগীতায় চট্টগ্রাম মহানগর ও জেলায় তিন মাসব্যাপী পর্যায়ক্রমে ২১৩টি স্কুলে ছাত্র-ছাত্রী, শিক্ষক ও অভিভাবকদের সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতন করতে শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় ৩১ অক্টোবর ২০২২ সোমবার সকাল দশটায় চট্টগ্রামের ওয়ার্লেস ঝাউতলা কলোনী উচ্চ বিদ্যালয় মাঠে সমাপনী শিক্ষার্থী সমাবেশ অনুষ্ঠিত হবে।
উভয়ই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন নিরাপদ সড়ক চাই (নিসচা)’র কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।
এছাড়াও চট্টগ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এসব অনুষ্ঠানে সকলের উপস্থিতির জন্য অনুরোধ জানিয়েছেন নগর সভাপতি এস এম আবু তৈয়ব ও সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব।