English

26 C
Dhaka
সোমবার, ডিসেম্বর ২৩, ২০২৪
- Advertisement -

নিরাপদ সড়ক চাই (নিসচা) ৯ম মহাসমাবেশ ২০২২ উদযাপন কমিটি গঠন

- Advertisements -

নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ৯ম মহাসমাবেশ আগামী ২৮ মে ২০২২ শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে। মহাসমাবেশ সফল করতে ইতিমদ্ধে নিসচা কেন্দ্রীয় কমিটি হাতে নিয়েছে নানা কর্মপরিকল্পনা। গত (৫ মার্চ) নিসচার এক সভায় নিরাপদ সড়ক চাই (নিসচা)র ৯ম জাতীয় মহাসমাবেশ ২০২২ উদযাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটির তালিকা তুলে ধরা হলো।

নিরাপদ সড়ক চাই (নিসচা) ৯ম মহাসমাবেশ ২০২২ উদযাপন কমিটি-

আহবায়ক- জনাব লিটন এরশাদ
যুগ্ম-আহবায়ক-জনাব মঞ্জুলি কাজী (ভাইস চেয়ারম্যান)
জুনায়েদুর রহমান মাহফুজ (যুগ্ম মহাসচিব)
সদস্য সচিব- এস, এম আজাদ হোসেন।

সদস্যবৃন্দ:
জনাব সৈয়দ এহসান উল হক কামাল (ভাইস চেয়ারম্যান)
জনাব রফিকুজ্জামান (ভাইস চেয়ারম্যান)
বেলায়েত হোসেন খান নান্টু (ভাইস চেয়ারম্যান)
জনাব লায়ন গনি মিয়া বাবুল (যুগ্ম মহাসচিব)
জনাব আসাদুর রহমান (অর্থ সম্পাদক)
জনাব আব্দুর রহমান (সহ-সাংগঠনিক সম্পাদক)
জনাব এড, তৌফিক আহসান টিটু (সহ-সাংগঠনিক সম্পাদক)
জনাব জহিরুল ইসলাম মিশু (সহ-সাংগঠনিক সম্পাদক)
জনাব সৈয়দ একরামুল হক (সহ-সাংগঠনিক সম্পাদক)
জনাব মিরাজুল মইন জয় (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক)
জনাব ফিরোজ আলম মিলন (দপ্তর সম্পাদক)
জনাব এ কে এম ওবায়দুর রহমান (প্রচার সম্পাদক)
জনাব সালাম মাহমুদ (প্রকাশনা সম্পাদক)
জনাব মফিজুর রহমান খান বাবু (সাংস্কৃতিক সম্পাদক)
জনাব নাহিদ মিয়া (যুব বিষয়ক সম্পাদক)

রেজিস্ট্রেশন উপ কমিটি
আব্দুর রহমান- (ঢাকা, নারায়নগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী)
আব্দুর কাদের মুন্না (ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল)
এড. তৌফিক আহসান টিটু-(রাজশাহী ও রংপুর বিভাগ)
জহিরুল ইসলাম মিশু- সিলেট বিভাগ
সফিক আহমেদ সাজীব- চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি,
প্রফেসর নিজাম উদ্দিন- নোয়াখালি, লক্ষিপুর, কুমিল্লা, বি, বাড়িয়া
সৈয়দ একরামুল হক- বরিশাল বিভাগ, মাগুরা, ঝিনেদা, চুয়াডাঙ্গা, মেহেরপুর
ইকবাল হোসেন বিপ্লব- খুলনা, বাগেরহাট, সাতক্ষিরা, যশোর

প্রকাশনা উপকমিটি-
প্রকাশনা সম্পাদক সালাম মাহমুদ
লায়ন গনি মিয়া বাবুল
এ কে এম ওবায়দুর রহমান
এ কে আজাদ

এছাড়াও নিসচার ৯ম মহাসমাবেশ ২০২২ সফল করার লক্ষ্যে বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়েছে

শৃংখলা উপ কমিটি-
১। আহবায়ক- মোঃ নাহিদ মিয়া- যুব বিষয়ক সম্পাদক
সদস্য- ১৫ জন (নাহিদের নির্বাচিত কর্মীবৃন্দ)

আপ্যায়ন উপ কমিটি-
১। আহবায়ক- আসাদুর রহমান আসাদ- অর্থ সম্পাদক
সদস্য- আব্দুর রহমান (সহ-সাংগঠনিক), সৈয়দ একরামুল (সহ-সাংগঠনিক), একে আজাদ, মহসিন খান, সাকিব হোসেন, সেকান্দার আলম রিন্টু, এবং শৃংখলা উপ কমিটির সদস্যগণ।

অভ্যর্থনা উপ কমিটি-
১। আহবায়ক-সৈয়দ এহসান উল হক কামাল (ভাইস চেয়ারম্যান)
সদস্য-রফিকুজ্জামান (ভাইস চেয়ার), জুনাইদুর রহমান মাহফুজ (যুগ্ম মহাসচিব), ব্যারিষ্ট্রার এম আর হাসান (আইন সম্পাদক), শাহনাজ শারমিন (মহিলা সম্পাদক) সহ আহবায়কের মনোনীত ব্যক্তিবর্গ।

অর্থ উপ কমিটি-(স্পন্সর এবং বিজ্ঞাপন)
১। আহবায়ক-লায়ন মোঃ গনি মিয়া বাবুল (যুগ্ম-মহাসচিব)
সদস্য- সালাম মাহমুদ (প্রকাশনা সম্পাদক), মফিজুর রহমান খান বাবু (সাংস্কৃতিক সম্পাদক), নাসিম রুমি, কামাল হোসেন খান, আব্দুর রাজ্জাক।

সাংস্কৃতিক উপ কমিটি-
১। আহবায়ক- মফিজুর রহমান খান বাবু (সাংস্কৃতিক সম্পাদক),
সদস্য- মোঃ জাহিদুর রহমান, মোঃ নজরুল ইসলাম, মোঃ নুরুল হুদা সহ আহবায়কের মনোনীত ব্যক্তিবর্গ।

মিডিয়া উপ কমিটি-
১। আহবায়ক- ফিরোজ আলম মিলন (দপ্তর সম্পাদক)
সদস্য- আহবায়কের মনোনীত ব্যক্তবর্গ।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন