নিরাপদ সড়ক চাই টাঙ্গাইল জেলা শাখার আয়োজনে টাঙ্গাইল বাস টার্মিনালে আইন মেনে সড়কে চলি- নিরাপদে ঘরে ফিরি” জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ উদযাপন উপলক্ষে শ্রমিক, চালক ও মালিকদের নিয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক সমাবেশ অনুষ্ঠিত।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক, চেয়ারম্যান, টাঙ্গাইল জেলা পরিষদ ও সভাপতি, টাঙ্গাইল জেলা আওয়ামীলীগ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ইলিয়াস কাঞ্চন, প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, নিরাপদ সড়ক চাই।
‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন বলেছেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করতে হলে নিয়ম মেনে চলতে হবে। দুর্ঘটনা প্রতিরোধে যে আইন আছে, ওই আইন আপনার ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, তা না ভেবে এটাকে নিয়ম হিসেবে মানতে হবে। আর দুর্ঘটনা তখনই কমে আসবে, যখন একজন চালক সঠিকভাবে প্রশিক্ষণ নিয়ে ড্রাইভিং লাইসেন্স নেবে। মাথায় হেলমেট লাগালে দুর্ঘটনা কমবে না বরং দুর্ঘটনার পরে হেলমেট মাথায় থাকায় আপনার জীবন রক্ষা হবে। এক্ষেত্রে আমাদের অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব ড. মো: আতাউল গনি, জেলা প্রশাসক, টাঙ্গাইল। জনাব সরকার মোহাম্মদ কায়সার, পুলিশ সুপার, টাঙ্গাইল। জনাব এস এম সিরাজুল হক আলমগীর, মেয়র, টাঙ্গাইল পৌরসভা। জনাব লিটন এরশাদ, মহাসচিব, নিরাপদ সড়ক চাই। জনাব খন্দকার ইকবাল হোসেন, সভাপতি, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস মালিক সমিতি। জনাব চিত্ত রঞ্জন সরকার, সাধারণ সম্পাদক, টাঙ্গাইল জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন।
সম্মানিত অতিথি ছিলেন, জনাব এস এম আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক, নিরাপদ সড়ক চাই, কেন্দ্রীয় কমিটি। জনাব আবদুর রহমান, সহ সাংগঠনিক সম্পাদক, নিরাপদ সড়ক চাই, কেন্দ্রীয় কমিটি। জনাব রোকনুজ্জামান রোকন, সদস সচিব, নিরাপদ সড়ক দিবস উদযাপন কমিটি। জনাব মোঃ মহসিন খান, সমাজ কল্যাণ সম্পাদক, নিরাপদ সড়ক চাই, কেন্দ্রীয় কমিটি। জনাব আবু বকর সিদ্দিক রাব্বী, প্রকাশনা সম্পাদক, নিরাপদ সড়ক চাই, কেন্দ্ৰীয় কমিটি। জনাব এম কাইয়ুম খান, নির্বাহী সদস্য, নিরাপদ সড়ক চাই, কেন্দ্রীয় কমিটি। এম নাহিদ মিয়া, যুব বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি।
সভাপতিত্ব করেন, জনাব মোঃ গোলাম কিবরিয়া (বড়মনি), সভাপতি, নিরাপদ সড়ক চাই (নিসচা), টাঙ্গাইল জেলা শাখা।