English

23 C
Dhaka
বুধবার, জানুয়ারি ২২, ২০২৫
- Advertisement -

কাহালুতে নিসচা’র উদ্যোগে দিন ব্যাপী সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা

- Advertisements -

নিরাপদ সড়ক চাই (নিসচা) বগুড়ার কাহালু উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী “সড়ক নিরাপত্তা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপি’র সদস্য সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

প্রধান আলোচক ছিলেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। অনুষ্ঠানের উদ্বোধন করেন কাহালু উপজেলা পরিষদ চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ।

মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে নিসচা’র কাহালু উপজেলা শাখার সভাপতি প্রভাষক কুতুব শাহাব উদ্দিন বাবুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ এহসান -উল হক কামাল, মহাসচিব লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন, কাহালু পৌর মেয়র আব্দুল মান্নান, কাহালু থানার অফিসার ইনচার্জ আমবার হোসেন, আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল, উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন আক্তার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা বিএনপি’র সভাপতি ফরিদুর রহমান ফরিদ, উপজেলা সমাজ সেবা অফিসার জাহিদ হাসান রাসেল, মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার আলী প্রমুখ।

প্রশিক্ষণ প্রদান করেন নিরাপদ সড়ক চাই এর সৈয়দ এহসান -উল হক কামাল। প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার, কলেজ, মাদ্রাসা, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধানগণ অংশ গ্রহন করেন।

একই দিন বিকেলে বগুড়া পর্যটন মোটেলে বিশিষ্ট ব্যক্তিবর্গ, সুধী ও সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এতে সভাপতিত্ব করেন নিসচা বগুড়া জেলা শাখার সভাপতি মোস্তাফিজার রহমান। সভায় নিরাপদ সড়কের প্রতি সকলেই গুরুত্বারোপ করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

মোশাররফের কণ্ঠে সিনেমার গান

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন