ইলিয়াস কাঞ্চনের সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ শনিবার কুড়িগ্রাম জেলার বেগমগঞ্জ ইউনিয়নের চর রসুলপুরে পাঠানো হচ্ছে বন্যাকবলীত অসহার পরিবারের জন্য খাদ্যসামগ্রী উপহার।
কেন্দ্রীয় কমিটির আর্থিক অনুদানে এই খাদ্যসামগ্রী সেখানে বিতরণ করা হবে প্রায় ২০০শতাধিক পরিবারের মাঝে। খাদ্য সামগ্রী বিতরন সমন্ময়ে কাজ করবে নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দরা। এছাড়াও সেখানে স্থানীয় নিসচা শাখার অন্যান্ন নেতৃবৃন্দও উপস্থিত থাকবেন।
কুড়িগ্রামে অন্যান্য নদ-নদীর ভাঙন কিছুটা কমলেও ধরলা নদীর অব্যাহত ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ইতোমধ্যে জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের শতাধিক পরিবারের বসতভিটা নদী গর্ভে বিলীন হয়েছে। আশ্রয়কেন্দ্র ধরলা নদী গর্ভে বিলীন হয়েছে। সম্প্রতিকালের বন্যায় অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সকল ক্ষতিগ্রস্ত পরিবারের মাছে নিসচার পক্ষ থেকে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে আজ। খাদ্যসামগ্রী বিতরনের বিষয়ে নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবং ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ সার্বক্ষনিক মনিটরিং করছেন।