গতকাল বৃহস্প্রতিবার রাত ৮.৪৫ মিনিটে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজিবের আমন্ত্রণে নিসচা চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। বেইলী রোডের মন্ত্রী পাড়ায় উপদেষ্টার সরকারি বাসভবনে অনুষ্ঠিত বিষয়ভিত্তিক এ সাক্ষাৎকালে সৌহার্দপূর্ণ পরিবেশে দুজনের নানা বিষয়ে আলোচনা হয়।
আলোচনায় ইলিয়াস কাঞ্চনকে নিরাপদ সড়ক চাই আন্দোলনের পথপ্রদর্শক হিসেবে আখ্যায়িত করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া সজিব।
তিনি আরো বলেন, এই দেশে একমাত্র আপনিই এই আন্দোলনটি শুরু করেছিলেন এবং এই আন্দোলনের পথ ধরেই আজ বিভিন্ন সংগঠন প্রতিষ্ঠা হয়েছে। সড়ক দুর্ঘটনারোধে আপনার যে ভূমিকা এই বিষয়ে এই দেশের প্রতিটি মানুষ আপনাকে সন্মানের চোখে দেখে। আপনার অবদান অনস্বীকার্য। আপনার যথাযথ মূল্যায়ন হোক আপনার উদ্যোগ সফল হোক সরকারের পক্ষ্য থেকে এই কামনা সবসময় থাকবে।