English

26 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

আগামীকাল লাইভে আসছেন ইলিয়াস কাঞ্চন

- Advertisements -

আগামী ২২ অক্টোবর (শুক্রবার) জাতীয় নিরাপদ সড়ক দিবস। নানা কর্মসূচির মধ্য দিয়ে দেশে এবারও ৫ম বারের মতো দিবসটি পালিত হবে।দিবসটির এ বছরের প্রতিপাদ্য “গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রােধ করি” নির্ধারণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা নিরসনে সচেতনতা বৃদ্ধি ও করণীয় প্রতিপাদ্য আলোকে দিবসটি ঘিরে সরকারি ও বেসরকারি উদ্যোগে পালিত হবে নানা কর্মসূচী।

এ উপলক্ষে আগামীকাল ১ অক্টোবর থেকে নিসচা কেন্দ্রীয় কমিটিসহ সারাদেশের সকল শাখায় শুরু হতে যাচ্ছে সড়ক নিরাপত্তমুলক মাসব্যাপী কর্মসূচি। আগামীকাল ১অক্টোবর সন্ধ্যা ৭.০০টায় এসকল বিষয়ে নানা দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখতে ফেসবুক লাইভে আসবেন নিসচা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আজ এক বিবৃতিতে নিসচা এ তথ্য নিশ্চত করেছে।

উল্লেখ্য, নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৮ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে। সড়ককে নিরাপদ করার আন্দোলনের ধারাবাহিকতায় প্রতি বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। ২০১৭ সালের ৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রী সভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন করা হয়। একই বছরের ২২ অক্টোবর বাংলাদেশে প্রথম জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়। এবার ২০২১-এ ৫ম বারের মতো দিবসটি পালিত হবে। এবারে দিবসটির প্রতিপাদ্য- ‘গতিসীমা মেনে চলি,সড়ক দুর্ঘটনা রোধ করি।’

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

হাতের লেখা মানুষ চেনায়

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন