English

23 C
Dhaka
রবিবার, নভেম্বর ২৪, ২০২৪
- Advertisement -

২৫ বছরে পাকিস্তানের হাত থেকে আমরা স্বাধীনতা ছিনেয়ে আনতে পারলেও ২৮ বছরে রাস্তাকে নিরাপদ করতে পারিনি: ইলিয়াস কাঞ্চন

- Advertisements -

সংগ্রাম, সাফল্য ও গৌরবের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে নিরাপদ সড়ক চাই মালয়েশিয়া চ্যাপ্টার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

নিসচা মালয়েশিয়া চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক জাফর ফিরোজের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মালয়েশিয়া চ্যাপ্টারের সাধারণ সম্পাদক অনুপম পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাশা ইউনিভার্সিটি মালয়েশিয়ার মেডিসিন ডিপার্টমেন্টের প্রধান এবং মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশনের প্রেসিডেন্ট ডঃ মোহাম্মদ আবুল বাসার, ইউনিভার্সিটি টেকনোলোজি মারা এর সিনিয়র কনসালট্যান্ট ফরেনসিক এবং নিসচা মালয়েশিয়া চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ডঃ মোহাম্মাদ নাসিমুল ইসলাম, পারদানা ইউনিভার্সিটি মালয়েশিয়ার স্কুল অব মেডিসিন বিভাগের এসোসিয়েট প্রফেসর ও ডেপুটি ডিন ডঃ মোঃ নাজমুল হাসান, নিসচার কেন্দ্রীয় মহাসচিব সাইয়েদ এহসানুল হক কামাল, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক লিটন এরশাদ , সাংগঠনিক সম্পাদক এস এম আজাদ, যুব বিষয়ক সম্পাদক মোঃ রুহুল আমিন ও সাংবাদিক জহিরুল ইসলাম হিরণ।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি টুঙ্কু আব্দুর রহমান মালয়েশিয়ার এসিস্ট্যান্ট প্রফেসর এবং নিসচা মালয়েশিয়া চ্যাপ্টারের ভাইস প্রেসিডেন্ট ডঃ সুলতানা আলম। প্রধান অতিথির বক্তব্যে ইলিয়াস কাঞ্চন আক্ষেপ করে বলেন, ২৫ বছরের ব্যবধানে পাকিস্তানের হাত থেকে আমরা স্বাধীনতা আনতে পারলেও ২৮ বছরের এই দীর্ঘ সময়েও আমরা রাস্তাকে নিরাপদ করতে পারিনি।

আপনার জীবন আপনাকেই রক্ষা করতে হবে। পথচারী যাত্রী এবং চালক সবাইকে তার দায়িত্ব ও কর্তব্য যথাযথ ভাবে পালন করতে হবে। তাহলেই সড়ক নিরাপদ হবে। অনুষ্ঠানে সকল অতিথিদের বক্তব্যে আইনের যথাযথ প্রয়োগের প্রতি গুরুত্বারোপ করা হয়।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন